প্রথম টেস্টের নেতৃত্বে কোহলি


প্রকাশিত: ১১:২৬ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

মহেন্দ্র সিংহ ধোনি নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি। অন্যদিকে, চোট সারিয়ে দলে ফিরেছেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। স্বাভাবিকভাবেই প্রথম টেস্টে অসিবাহিনীর নেতৃত্বে তিনিই থাকছেন।

৪ ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ছিল। ওই সময় দুটি দলেরই দুই অধিনায়ক ধোনি ও ক্লার্ক চোটের কারণে নেতৃত্ব দিতে পারবেন না বলেই জানা গিয়েছিল। কিন্তু একটি ঘরোয়া ম্যাচ চলাকালে বাউন্সারের আঘাতে অসি ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর কারণে প্রথম টেস্ট পিছিয়ে যায়।

সিরিজের সূচী বদলে যাওয়ায় শনিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ধোনি।কিন্তু কিছুটা সময় পেলেও চোট সারিয়ে দলে ফিরতে পারলেন না ধোনি। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে দলকে প্রথমবার নেতৃত্ব দেবেন কোহলি। সোমবার সাংবাদিক সম্মেলনে কোহলি জানিয়েছেন যে, আগামীকাল দলকে তিনিই নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, দেশের মাঠে ধোনির অবর্তমানে কোহলির নেতৃত্বেই একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে দুরমুশ করেছে ভারত। এর আগেও একদিনের ক্রিকেটে নেত্বত্ব দিলেও পাঁচ দিনের খেলায় এই প্রথম নেতৃত্ব দেবেন কোহলি। অন্যদিকে, অসি শিবিরে সুসংবাদ। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে দলে ফিরেছেন অধিনায়ক ক্লার্ক।

স্বাভাবিকভাবেই দলকে তিনিই নেতৃত্ব দেবেন। ক্লার্কের ফিরে আসাটা যে দলকে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা করেছে তা জানিয়েছেন অসি পেসার মিচেল জনসন। জনসন বলেছেন, হিউজের মৃত্যুর শোক সামলে চোট সারিয়ে ফিরে আসাটাই প্রমাণ করছে ক্লার্ক কতটা শক্তপোক্ত মানসিকতার অধিকারী। ক্লার্ক আক্রমণাত্মক অধিনায়ক.. আর তিনি নেতৃত্ব দিলে তা দলকে অনেকটাই উদ্দীপ্ত করবে। হিউজের স্মরণে সিরিজের প্রথম টেস্টে তাঁকে ত্রয়োদশ খেলোয়াড় ঘোষণা করে আগামীকাল মাঠে নামছে অসি-ব্রিগেড।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।