চট্টগ্রামে টার্মিনাল সংস্কার না করার প্রতিবাদে বাস চলাচল বন্ধ
দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এবং স্মারকলিপি দিয়েও বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার না হওয়ায় এবার বাস চলাচল বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বহদ্দারহাট বাস আঞ্চলিক টার্মিনাল সংশ্লিষ্ট ৫টি শ্রমিক সংগঠন।
এ কর্মসূচির ফলে বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে শাহ আমানত সেতু হয়ে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, কক্সবাজার ও বান্দরবানমুখী বাস, মিনিবাস ও চেয়ার কোচ চলাচল বন্ধ থাকবে।
বুধবার (২৪ মে) সন্ধ্যায় আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সমাবেশ আহ্বানকারী পাঁচ শ্রমিক সংগঠন হলো- আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস ওয়ার্কার্স ইউনিয়ন (কাপ্তাই), চট্টগ্রাম পশ্চিম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম পটিয়া-আনোয়ারা-বাঁশখালী-সাতকানিয়া-চকরিয়া সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন ও বান্দরবান কেরানীহাট শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সংগঠনগুলো যৌথ উদ্যোগে বহদ্দারহাট বাস টার্মিনালে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে।
জানা যায়, ১৯৯৫ সালে নগরীর বহদ্দারহাটে একটি টার্মিনাল নির্মাণ করা হয়। পরে কদমতলীতে রেলওয়ে থেকে ইজারা নিয়ে সীমিত পরিসরে গড়ে ওঠে আরেকটি টার্মিনাল। এরপর আর কোনো টার্মিনাল গড়ে ওঠেনি। অথচ নগরীর ৬০ লাখ মানুষের মধ্যে ৪০ লাখের বেশি অন্যান্য অঞ্চলের বাসিন্দা। প্রতিদিন অন্তত দেড় থেকে দুই লাখ মানুষ ৩০ হাজারের বেশি যানবাহনে চট্টগ্রামে আসা–যাওয়া করে। বাস টার্মিনালের অভাবে নানা সমস্যা আর ভোগান্তিতে পড়তে হয় পরিবহন শ্রমিক ও যাত্রীদের। স্থায়ী কোনো বাস টার্মিনাল না থাকায় দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ শাহ আমানত সেতুর গোলচত্বরকে অঘোষিত টার্মিনাল বানিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা হয়।
বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে গাড়ি রাখার অনুপযোগী হয়ে পড়েছে বাস টার্মিনালটি। এজন্য সিডিএ কর্তৃপক্ষ ও লিজ গ্রহীতাদের দায়ী করছেন শ্রমিক নেতারা। শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, লিজ গ্রহীতা ও সিডিএ কর্তৃপক্ষ পরস্পরের বিপক্ষে অবস্থান নেওয়ায় বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল অনেকটা পরিত্যক্ত হয়ে পড়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক শাখার সভাপতি মো. মুছা বলেন, বহদ্দারহাট বাস টার্মিনালে সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি জমে গিয়ে পুকুরসম গর্তে পরিণত হচ্ছে। এসব গর্তে পড়ে গাড়ি দুর্ঘটনায় পতিত হচ্ছে, গাড়ির মূল্যবান যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হচ্ছে। অথচ এ বিষয়ে বার বার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সংস্কারের উদ্যোগ গ্রহণ করছে না। এতে পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ইজারাদারপক্ষ ইজারার টাকা নিয়মিত আদায় করা সত্ত্বেও টার্মিনালে কোনো আলোর ব্যবস্থা ও পাহারাদারের ব্যবস্থা রাখেনি। এখন বাধ্য হয়েই শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। তারই অংশ হিসেবে দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবেন শ্রমিকরা। এ দুই ঘণ্টা বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে শাহ আমানত সেতু হয়ে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে কোনো গাড়ি ছেড়ে যাবে না বলেও জানান তিনি।
এমডিআইএইচ/ইএ