ট্যুরিস্ট পুলিশের ইন-হাউজ প্রশিক্ষণ ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৪ মে ২০২৩

পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটন নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমত বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ ও সনদ বিতরণ করা হয়েছে। ঢাকা রিজিয়নের পুলিশ সদস্যদের জন্য গত ২২ মে দুই দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কোর্স শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ করেন।

মঙ্গলবার (২৩ মে) বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, রাজারবাগ সম্মেলন কক্ষে সনদ বিতরণের মাধ্যমে কোর্স শেষ হয়। প্রশিক্ষণটির আয়োজন করে ট্যুরিস্ট পুলিশ ট্রেনিং সেন্টার।

ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ট্যুরিস্ট পুলিশ সদস্যদের জোন ভিত্তিক অপরাধ বিশ্লেষণ ও অপরাধ নিবারণ এবং আচরণগত উৎকর্ষতায় বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। এছাড়া পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সদস্যদের সেবার মান বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণ করা হয়।

তারা জানায়, পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষায় ট্যুরিস্ট পুলিশ সবসময়ই পাশে আছে এবং থাকবে। অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের আচরণগত উৎকর্ষতায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ট্যুরিস্ট পুলিশ প্রধান।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরে দেখেন প্রশিক্ষণার্থী ও অতিথিরা।

আরএসএম/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।