অতিরিক্ত-সহকারী এসপি পদমর্যাদার ২৭ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২২ পিএম, ২৪ মে ২০২৩

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ ২৭ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

বুধবার (২৪ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) মোহাম্মদ আনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন-

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুসকে খুলনা পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল আলমকে রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমানকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমাকে ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বানকে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, কুমিল্লা সদরের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসকে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমাকে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদুল হক চৌধুরীকে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আজমকে সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার, সিলেটের জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনকে সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার, পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল ইসলামকে চাপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ফরিদপুর ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানকে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বগুড়া সদরের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ানকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার, ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাসকে সিআইডি অতিরিক্ত পুলিশ সুপার, এসএমপি এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. হামিদুর রহমান সিদ্দিকী গাজীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টার এর অতিরিক্ত পুলিশ সুপার, মাদারীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিমল কৃষ্ণ মল্লিককে পটুয়াখালী কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়।

এ ছাড়া সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ জন পুলিশ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন দায়িত্বে বদলি করা হয়।

অতিরিক্ত-সহকারী এসপি পদমর্যাদার ২৭ কর্মকর্তাকে বদলি

আরএসএম/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।