বিপুল সম্পদের প্রমাণ না থাকায় মুসার বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১২:১২ পিএম, ১০ মার্চ ২০১৬

মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুপুরে মামলা দায়েরের বিষয়টি অনুমোদনের পরেই বিকেল সাড়ে ৪টার দিকে বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, দুর্নীতিবিরোধী সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী এ মামলা দায়ের করেন। মামলা নং ১৩।

একই বিষয়ে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, ব্যবসায়ী মুসা বিন শমসের দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তার সপক্ষে দালিলিক কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। এ কারণে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

এজাহারে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এবং সম্পদের মিথ্যা তথ্য দেওয়ায় ২৬ (১) ও (২) ধারায় মামলা করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিকে মুসার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানকালীন সময়ে তাকে দু’বার জিজ্ঞাসাবাদ করে দুদক।

দুদক সূত্র জানায়, ২০১৫ সালের ৭ জুন মুসা বিন শমসের দুদকে সম্পদের হিসাব পেশ করেন। সম্পদের বিবরণীতে তিনি সুইস ব্যাংকে ১২ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৯৩ হাজার ছয়শ’ কোটি টাকা) ‘ফ্রিজ’ অবস্থায় রয়েছে।

এছাড়া, গাজীপুর ও সাভারেও প্রায় এক হাজার দুইশ’ বিঘা সম্পত্তির সঠিক উৎস পায় নি দুদক।

জেইউ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।