জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৩ মে ২০২৩
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউস অব রিপ্রেজেনটেটিভ অব জাপানের স্পিকারের আমন্ত্রণে মঙ্গলবার (২৩ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়।

সফরকালে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার, হাউজ অফ কাউন্সিলরস অফ জাপানের প্রেসিডেন্ট, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাতের কথা রয়েছে।

সফরে সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে রয়েছেন আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি।

এছাড়াও স্পিকারের সফরসঙ্গী হিসেবে আছেন অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব মো. তারিক মাহমুদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী।

জাপান সফর শেষে স্পিকারের আগামী ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

এইচএস/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।