টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব মোদি


প্রকাশিত: ১০:০৪ এএম, ০৮ ডিসেম্বর ২০১৪

একের পর এক ব্যতিক্রমী কাজের জন্য দেশে-বিদেশে আলোচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব (পারসন অব দ্য ইয়ার) হতে যাচ্ছেন।

সোমবার বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনে পাঠকদের দেওয়া ভোটের ফল প্রকাশ করে টাইম কর্তৃপক্ষ। এতে ১৬ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে বর্ষসেরা ব্যক্তিত্ব হওয়ার দৌড়ে সবার উপরে রয়েছেন মোদি।
 
আগামী বুধবার ম্যাগাজিনটির সম্পাদক এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে মোদির নাম ঘোষণা করবেন। মোদিকে নিয়ে টাইম ম্যাগাজিনের আগামী সপ্তাহের প্রচ্ছদ প্রতিবেদন করা হতে পারে।
 
পাঠকদের দেওয়া ৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে মোদির ঠিক পরে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্গুসন আন্দোলনকারীরা। শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ এক তরুণ নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের আন্দোলন শুরু হয়। হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকারী জশুয়া ওং রয়েছেন তৃতীয় স্থানে। তার প্রাপ্ত ভোট ৭ শতাংশ।
 
অন্যদের মধ্যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানের নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই চতুর্থ, আফ্রিকার ইবোলা আক্রান্তদের সেবা দেওয়া নার্সরা পঞ্চম ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ষষ্ঠ স্থানে রয়েছেন।
 
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একাদশ, পোপ ফ্রান্সিস ১৩তম ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ১৪তম স্থানে রয়েছেন।
 
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিনটি ১৯২৭ সাল থেকে পাঠকদের ভোটে `পারসন অব দ্য ইয়ার` নির্বাচন করে আসছে। এর আগে ১৯৩০ সালে ভারতের জাতিরপিতা মহাত্মা গান্ধী টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচত হন। দ্বিতীয় ভারতীয় হিসেবে মোদি এ তালিকায় স্থান পেতে যাচ্ছেন। সূত্র : ইয়াহু নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।