চট্টগ্রামে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:০৯ এএম, ২০ মে ২০২৩

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার লালদীঘি পাড় এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার সদর থানার ফতের ঘোনা লাইটহাউজ পাড়ার মো. হাসানের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮) এবং সদর থানার বাংলাবাজার সিকদার ঘোনা গ্রামের মো. জাফর আলমের ছেলে মো. কায়সার (২৯)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালদীঘি পাড় এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এমডিআইএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।