কক্সবাজার থেকে ইয়াবা আসতো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ এএম, ২০ মে ২০২৩

রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে ২১ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১৮ মে) দিনগত রাত থেকে শুক্রবার (১৯) বিকেল পর্যন্ত রাজধানীর বাড্ডা এলাকার প্রগতি সরণি ও বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মারসা পরিবহনের চালক মাহমুদুল করিম (৪৩), মাদক কারবারি রুমা আক্তার (৪২), মাদকের ডিলার নকিবুল ইসলাম (২১) ও খুচরা মাদক কারবারি মোস্তফা কামাল ওরফে কামাল।

রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

jagonews24

তিনি জানান, ডিএনসির কাছে গোপন তথ্য ছিল, মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে নানা কৌশলে মাদকের কারবার করে আসছেন। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে ঢাকার একাধিক স্থানে সরবরাহ করে আসছিলেন। এ তথ্য পাওয়ার পর মাহমুদুল করিম ও রুমা আক্তারের গতিবিধি মনিটরিং কারা হচ্ছিল। সবশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য আসে, ইয়াবার একটি চালান কক্সবাজার থেকে ঢাকায় আসবে এবং ঢাকায় কয়েক জায়গায় সরবরাহ করা হবে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে চট্ট মেট্রো-ব-১১-১৯১৮ নম্বরের মারসা পরিবহনের একটি বাসসহ মাহমুদুল করিম ও রুমা আক্তারকে প্রগতি সরণি থেকে গ্রেফতার করা হয়। পরে রুমার জুতার ভেতরে বিশেষভাবে তৈরি চেম্বারে লুকানো ও গাড়ির ড্যাসবোর্ড থেকে মোট চার হাজার ৮২৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচালিত অভিযানের বিষয়ে মেহেদী হাসান জানান, তথ্য ছিল কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে আসা ইয়াবার চালান একটি চক্র ঢাকায় ডেলিভারি করবে। এ সংবাদ পাওয়ার পর শুক্রবার দুপুরে মোহাম্মদপুর সার্কেলের টিম বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালায়। এসময় ১৬ হাজার পিস ইয়াবাসহ মাদকের ডিলার নকিবুল ইসলাম ও খুচরা মাদক কারবারি মোস্তফা কামাল ওরফে কামালকে গ্রেফতার করে।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা দেশের সীমান্তবর্তী এলাকা টেকনাফ, কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন।

টিটি/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।