সেন্টমার্টিনে মোখায় ক্ষতিগ্রস্তদের ‘অর্থ সহায়তা’ দিলেন আবেদ মনসুর
সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে অর্থ সহায়তা দিচ্ছেন ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের সিইও আবেদ মনসুর। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক দুর্গত পরিবার এ অর্থ সহায়তা পাচ্ছে।
শুক্রবার (১৯ মে) সেন্টমার্টিনের বিভিন্ন পাড়ায় এ সহায়তা দেওয়া হয়। তাসকিনা সিনথিয়া চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ।
ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের সিইও এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য আবেদ মনসুর বলেন, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের অন্যতম সুন্দর এ জায়গার মানুষের জীবন হুমকিতে ফেলে দিয়েছে। শত শত ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ মুহূর্তে তাদের জরুরি অর্থ সহযোগিতা প্রয়োজন যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
এ নগদ অর্থ দিয়ে সেন্টমার্টিন দ্বীপবাসী তাদের পুনর্বাসন কার্যক্রম চালাতে পারবেন বলে জানেন আবেদ মনসুর।
এর আগে গত রমজানে প্রতিদিন কয়েক হাজার পথশিশু ও দিনমজুর পরিবারের মধ্যে ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তিনি।
আইএইচআর/এসআর