‘মোখার কারণে মিয়ানমার প্রতিনিধি দলের বাংলাদেশ সফর দেরি’
ঘূর্ণিঝড় মোখার কারণেই মিয়ানমার প্রতিনিধি দলের বাংলাদেশ সফর দেরি হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি।
সরেজমিন রাখাইন সফর শেষে গত ৫ মে রোহিঙ্গারা জানিয়েছে যে মিয়ানমার ভিটেমাটির অধিকার ও নাগরিকত্ব না দিলে তারা রাখাইনে ফিরে যাবে না। এমন পরিস্থিতিতে প্রত্যাবাসন প্রক্রিয়ার হালনাগাদ তথ্য কী জানতে চাইলে তিনি বলেন, গত ৫ মে বাংলাদেশের একটি প্রতিনিধিদল ও প্রত্যাবাসনের জন্য প্রথম ব্যাচের ২০ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইনের মুংডু সফর করেন। সরেজমিনে রাখাইন থেকে ফিরে এসে রোহিঙ্গারা যেসব অস্পষ্টতার কথা বলেছেন, তা এরইমধ্যে মিয়ানমারকে জানানো হয়েছে। প্রত্যাবাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গাদের সঙ্গে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দল মে বা নিকটবর্তী সুবিধানজক সময় বাংলাদেশ সফর করবে বলে আশা করা যায়।
সেহেলী সাবরীন বলেন, প্রথম ব্যাচে প্রত্যাবাসনের জন্য নির্ধারিত রোহিঙ্গাদের ব্রিফ করার জন্য মিয়ানমারের যে দল বাংলাদেশে আসবেন, অন্য বিষয়ের পাশাপাশি তারা এ বিষয়ে আরও তথ্য প্রদান করবেন। যা রোহিঙ্গাদের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
মিয়ানমারের প্রতিনিধি দল কবে আসবে, প্রত্যাবাসন কবে নাগাদ শুরু হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখায় রাখাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে তাদের চলতি মে মাসে আসার কথা ছিল। কিন্তু এখন তারা কবে আসবে কিংবা প্রত্যাবাসন কবে শুরু হবে, তা সঠিক তারিখ ঠিক হয়নি। তবে দুই সরকারের মধ্যে আলোচনা সাপেক্ষে খুব তাড়াতাড়িই তারিখটি নির্ধারণ করা হবে।
এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, রাখাইন সফর থেকে ফিরে রোহিঙ্গারা কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। তখন তা আমরা মিয়ানমার সরকারকে জানিয়েছি। আর মোখার কারণেই মিয়ানমারের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর দেরি হচ্ছে।
আইএইচআর/জেএইচ