চট্টগ্রামে দুই হাজার কেজি পলিথিন জব্দ
চট্টগ্রামের চাক্তাই ও আছদগঞ্জের ওসমানিয়া গলিতে অভিযান চালিয়ে দুই হাজার কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চলে। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন, পরিদর্শক মনির হোসেন, সাখাওয়াত হোসাইন, মুহাম্মদ আশফাকুর রহমান অংশ নেন।
আরও পড়ুন: ৭ কেজি পলিথিন পুড়িয়ে ৫ লিটার পেট্রোল
পরিদর্শক মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানিয়া গলি ও চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে দুই হাজার কেজি পলিথিন জব্দ করা হয়। তবে অভিযানের সময় গোডাউন মালিকরা পালিয়ে যান।
এমডিআইএইচ/জেডএইচ/জেআইএম