চট্টগ্রামে দুই হাজার কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৮ মে ২০২৩

চট্টগ্রামের চাক্তাই ও আছদগঞ্জের ওসমানিয়া গলিতে অভিযান চালিয়ে দুই হাজার কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চলে। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন, পরিদর্শক মনির হোসেন, সাখাওয়াত হোসাইন, মুহাম্মদ আশফাকুর রহমান অংশ নেন।

আরও পড়ুন: ৭ কেজি পলিথিন পুড়িয়ে ৫ লিটার পেট্রোল

পরিদর্শক মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানিয়া গলি ও চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে দুই হাজার কেজি পলিথিন জব্দ করা হয়। তবে অভিযানের সময় গোডাউন মালিকরা পালিয়ে যান।

এমডিআইএইচ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।