গুলিস্তানের ‘রোজ মেরিনার্স ভবন’ ঝুঁকিপূর্ণ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৮ মে ২০২৩

যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে অবস্থিত রোজ মেরিনার্স মার্কেট ও আবাসিক ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে ফায়ার সার্ভিস, তিতাস, ওয়াসা ও এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সম্মিলিত দল পরিদর্শন শেষে মার্কেটটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।

আরও পড়ুন>> সায়েন্সল্যাবের শিরিন ম্যানশনকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

এনএসআইয়ের সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল মার্কেটটি পরিদর্শন করে। এসময় ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার উপস্থিত ছিলেন।

গুলিস্তানের ‘রোজ মেরিনার্স ভবন’ ঝুঁকিপূর্ণ ঘোষণাঅধীর চন্দ্র হাওলাদার জানান, ভবনটিতে দু’টি বেজমেন্ট রয়েছে। যার একটিতে দোকান। ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত মার্কেট এবং তৃতীয় তলা থেকে ষষ্ঠতলা পর্যন্ত আবাসিক। ভবনটির মার্কেট অংশে ৫০০টি দোকান আছে, যেখানে বিপুল মানুষের সমাগম হয় এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করেন। ভবনটির বেজমেন্ট, মার্কেট এবং আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি বিদ্যমান থাকলেও সেখানে অগ্নিনিরাপত্তার সন্তোষজনক ব্যবস্থা সংরক্ষণ করা নেই। অগ্নিনিরাপত্তার দিক থেকে এসব কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন>> রাজশাহীর চার মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা

আইন অনুযায়ী অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে অগ্নিঝুঁকি কমানো গেলে ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে।

আরএসএম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।