ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হয়েছে: সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ১৭ মে ২০২৩
ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অর্থ আত্মসাতের মামলা খারিজের পর গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার (১৭ মে) বিকেলে এক ভিডিও বার্তায় সাঈদ খোকন বলেন, ‘এটি ছিল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। সেদিন আমি এর তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে পিবিআইয়ের তদন্তের ভিত্তিতে আদালত এ মামলা খারিজ করে দিয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা শহরের বাসিন্দাদের সামনে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হয়েছে, এ দেশের মানুষের কাছেও।’

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান বরাদ্দে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে। এ অভিযোগের সত্যতা পায়নি মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের দেওয়া এ প্রতিবেদন গ্রহণ করে বুধবার (১৭ মে) দুপুরে সাঈদ খোকনসহ আরও সাতজনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

২০২০ সালের ২৯ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর সভাপতি দেলোয়ার হোসেন এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ঘটনার সত্যতা না পাওয়ায় গত ৮ এপ্রিল সাঈদ খোকনসহ সাতজনকে অব্যাহতি দেওয়ার আবেদন করে প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পরিদর্শক এ জেড এম মনিরুজ্জামান।

এমএমএ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।