‘ফেরদৌসী কাদরীর অর্জনে শুধু নারী নয়, বিজ্ঞানীরাও উদ্বুদ্ধ হবেন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৭ মে ২০২৩

বাংলাদেশের বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরীর অর্জনে শুধু নারীরা না সব বিজ্ঞানীরাও উদ্বুদ্ধ হবেন বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ১৯৮৫ সাল থেকে ফেরদৌসী কাদরী আইসিডিডিআর,বিতে কাজ করে যাচ্ছেন। তিনি দেশ-বিদেশে অনেক ভূমিকা রেখেছেন। আমরা সারাদেশই উপকৃত হয়েছি তার আবিষ্কারের মাধ্যমে। চাঁদপুরের মতলবে প্রতিষ্ঠিত হওয়া আইসিডিডিআর,বির মাধ্যমে আমিও নানাভাবে উপকৃত হয়েছি।

বুধবার (১৭ মে) রাজধানীর মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠানের (আইসিডিডিআর,বি) মিলনায়তনে ফিরদৌসী কাদরীর স্বাধীনতা পদক পাওয়া উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। ড. ফিরদৌসী কাদরী আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী।

আরও পড়ুন: সর্বোচ্চ পদে থাকলেও নারী নিরাপদ নয়: দীপু মনি

ড. কাদরীকে অভিনন্দন জানিয়ে দীপু মনি বলেন, কাদরীর কৃতিত্ব উদযাপনের পাশাপাশি বিজ্ঞানের রূপান্তরকারী শক্তি এবং এই ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার দিন আজ। বর্তমান সরকার বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং প্রতিটি সেক্টরে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে প্ৰতিশ্ৰুতিবদ্ধ।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। তারপর ড. কাদরীর কর্মজীবনের ওপর নির্মিত একটি সংক্ষিপ্ত ভিডিও এবং দীর্ঘকাল ধরে ড. কাদরীর সঙ্গে কাজ করা বিজ্ঞানীদের পাঠানো ভিডিও বার্তা দেখানো হয়।

গবেষণা ও প্রশিক্ষণে অসামান্য অবদানের জন্য ড. কাদরী এবছর স্বাধীনতা পদক পেয়েছেন। ২৩ মার্চ ড. কাদরীর হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ড. কাদরী ২০২১ সালে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে খ্যাত মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হন। লারিয়েল ইউনেস্কো ফর উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড – ২০২০ তাকে বিজ্ঞানে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০২০ সালে বিল গেটস তাকে মহামারি (কলেরা) প্রতিরোধের নায়ক (হিরো) হিসেবে স্বীকৃতি দেন।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিযোগিতা শিক্ষার মান বাড়ায়: দীপু মনি

আইসিডিডিআর,বি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ডা. মো. আনোয়ার হোসেন হাওলাদার ড. ফেরদৌসি কাদরীর অর্জনে অভিনন্দন জানান।

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, এই উদযাপন শুধু ড. কাদরীর চার দশকেরও বেশি সময় ধরে জীবন রক্ষাকারী কাজের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নয়, বরং বিজ্ঞানে নারীদের অগ্রগামী করার প্রতিশ্রুতির গুরুত্ব মনে করিয়ে দেওয়ার জন্য।

ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের প্রফেসর অ্যাডওয়ার্ড টি রায়ান বলেন, গত ২৫ বছরের বেশি সময় ধরে কাদরীর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তিনি সত্যিকার অর্থে প্রকৃতির এক ‘শুভ শক্তি’।

ড. কাদরী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই ভালোবাসা আমার কাজের চালিকা শক্তি।

এএএম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।