চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক
বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (১৫ মে) সকালে ফারুকের মৃত্যুর খবর আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু জানান, শোক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শরৎ জানান, ‘আজ সকাল ৮টা ৩০ মিনিটের দিকে আব্বু মারা গেছেন। আমার আব্বুর জন্য দোয়া করবেন।’
আরও পড়ুন> মিয়া ভাইয়ের বর্ণাঢ্য জীবন
ফারুক দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।
এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমাজগতে প্রবেশ করেন ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা। চলচ্চিত্র অঙ্গণে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৬ সালে পান আজীবন সম্মাননা।
আরএসএম/এসএনআর/জেআইএম