ঘূর্ণিঝড় মোখা

চট্টগ্রাম মেট্রোপলিটনের ৭০০০ ফোর্স প্রস্তুত, নিয়ন্ত্রণকক্ষ চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৩ মে ২০২৩
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রাম মহানগরে সাত হাজার পুলিশ ফোর্স প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পাশাপাশি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে সিএমপি। শনিবার (১৩ মে) দুপুরে মহানগরীর দামপাড়ার সিএমপি সদরদপ্তরে এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়।

সিএমপির এডিসি (ক্রাইম) মো. জাহাঙ্গীরের নেতৃত্বে ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণকক্ষ থেকে ঘূর্ণিঝড় সংক্রান্ত মহানগরবাসীর ফোন কল রিসিভ করা হবে এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করবে বলে সিএমপি সূত্রে জানানো হয়েছে। এর আগে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়ের নির্দেশে এ নিয়ন্ত্রণকক্ষ চালু হয়।

নিয়ন্ত্রণকক্ষের মোবাইল নম্বর
সিএমপির এডিসি মো জাহাঙ্গীরের মোবাইল নম্বর- ০১৩২০ ০৫২১২০। নিয়ন্ত্রণকক্ষের অন্য নম্বরগুলো হলো- ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৩২০-০৫৭৯৮৮, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫ ও ০৩১-৬৩৯০২২।

আরও পড়ুন>> ছয় বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে যে কোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য এ নিয়ন্ত্রণকক্ষে নগরবাসীকে যোগাযোগ করার জন্য সিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ঘূর্ণিঝড় মোখা-সংক্রান্ত দুর্যোগকালীন যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ হাজার ফোর্স প্রস্তুত আছে। এরইমধ্যে পতেঙ্গা সি-বিচ, পারকি বিচ, মেরিন ড্রাইভ রোডসহ বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় মাইকিং করা হয়েছে। এসব এলাকায় নজরদারি বৃদ্ধি ও মোতায়েন করা হয়েছে বিশেষ টিম।

আরও পড়ুন>> স্মরণকালের ভয়াবহ জলোচ্ছ্বাস ঘটাতে পারে ‘মোখা’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবিলার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিএমপি কমিশনার।

ইকবাল হোসেন/এএএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।