জুমার নামাজ শেষে বাইক নিয়ে বেরিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ১২ মে ২০২৩
ফাইল ছবি

জুমার নাম শেষে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল স্কুলছাত্র মো. শাওন (১৭)। শুক্রবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর ডেমরার গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশার সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাওন মানিকনগর মডেল হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সে শরীয়তপুরের নড়িয়ার নিজাম উদ্দিনের ছেলে। পরিবারের সঙ্গে মুগার মানিকনগর এলাকায় বসবাস করতো।

আরও পড়ুন>> এপ্রিলে সড়কে ঝরলো ৫৫২ প্রাণ, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

শাওনের বাবা নিজাম উদ্দিন জানান, জুমার নামাজ পড়ে তার মোটরসাইকেল নিয়ে শাওন কিছুক্ষণ চালানোর জন্য বের হয়। গ্রিন মডেল টাউন এলাকায় গিয়ে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে শাওন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। পরে অটোরিকশার যাত্রীরা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বিকেলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।