চকবাজারে নকল প্রসাধনী তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৯ মে ২০২৩

রাজধানীর চকবাজারে অনিয়মের অভিযোগে নামবিহীন একটি প্রতিষ্ঠানের মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। এর আগে সোমবার ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

jagonews24

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিভিন্ন নামি-দামি সব ব্রান্ডের শ্যাম্পু পণ্য বিএসটিআইর সিএম সনদ/ছাড়পত্র ব্যতীত অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে নামবিহীন, ১২/ই, পশ্চিম ইসলামবাগ, চকবাজার, ঢাকাকে এ সাজা দিয়ে আসামিকে কারাগারে প্রেরণ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পাশাপাশি কারখানাটি সিলগালাসহ অবৈধ মালামাল জব্দ করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইর ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল ইসলাম ও পরিদর্শক (মেট) মো. শাজাহান।

এনএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।