চট্টগ্রামে স্ত্রীসহ সাবেক এএসপির বিরুদ্ধে দুদকের ২ মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৭ মে ২০২৩

সম্পদের বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কর্মকর্তা এ বি এম সাহাদৎ হোসেন মজুমদার ও তার স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

রোববার (৭ মে) বিকেলে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দুটি দায়ের করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক।

সাহাদৎ হোসেন মজুমদার ফেনীর ফুলগাজী থানাধীন উত্তর তারাকুচা গ্রামের মৃত মোশারফ হোসেন মজুমদারের ছেলে। তিনি বর্তমানে পরিবার নিয়ে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী চুনা ফ্যাক্টরির মোড় এলাকার নিজ বাসায় থাকেন।

পুলিশের এ সাবেক কর্মকর্তা দুই বছর আগে সহকারী পুলিশ কমিশনার (এএসপি) হিসেবে অবসর নেন। মামলার অভিযোগ অনুসন্ধানকালীন তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) পেট্রোল পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। চাকরিকালে তিনি ‌‘টিআই সাহাদৎ’ নামে সমধিক পরিচিত ছিলেন।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাৎ মামলা দায়েরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১৮ লাখ ৩২ হাজার ৫২২ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৬৮ লাখ ১৮ হাজার ২৮৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাহাদৎ হোসেন মজুমদারের বিরুদ্ধে প্রথম মামলাটি হয়। মামলায় দুর্নীতি প্রতিরোধ আইন-২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে এএসপিপত্নী রাজিয়া সুলতানা চৌধুরীর দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ২৭ লাখ ১ হাজার ৮০৪ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৭৫ লাখ ২৬ হাজার ৪৪৮ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অন্য মামলাটি করে সংস্থাটির সহকারী পরিচালক এনামুল হক। রাজিয়ার বিরুদ্ধে করা মামলায়ও দুর্নীতি প্রতিরোধ আইন-২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ইকবাল হোসেন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।