স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে প্রকৌশলীরাই প্রধান কারিগর: আইইবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৭ মে ২০২৩

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে প্রকৌশলীদের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে বলে মনে করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নেতারা।

তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে প্রকৌশলীদের সুযোগ-সুবিধা দিতে হবে। প্রকৌশলীবান্ধব দেশ গঠন করতে হবে। কারণ স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে প্রকৌশলীরাই প্রধান কারিগর।

রোববার (৭ মে) বেলা ১১টায় রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তারা।

এর আগে আইইবি চত্বরে জাতীয় পতাকা ও আইইবি পতাকা উত্তোলন, র‌্যালি ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়। এছাড়া দেশব্যাপী আইইবির ১৮ কেন্দ্র, ৩৪ উপকেন্দ্র এবং ১৪ ওভারসিজ চ্যাপ্টারেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়।

সভায় আইইবির প্রসিডেন্ট মো. নুরুল হুদা বলেন, এই দেশ স্বাধীন হওয়ার পূর্বেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গঠিত হয়েছে। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য।

আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. আবদুস সবুর বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই প্রকৌশলীরা স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন। আগামীতেও যেকোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করতে প্রকৌশলীরা প্রধানমন্ত্রীর পাশে থাকবেন।

প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শীবলু বলেন, দেশের প্রকৌশলীরা এখনো নানা সমস্যায় সাহসের সঙ্গে কাজ করে যাচ্ছেন। প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন করলে এবং প্রকৌশল সংস্থার শীর্ষ পদগুলোতে প্রকৌশলীদের পদায়ন করলে দেশের উন্নয়ন আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রীর দপ্তরে প্রকৌশল উইং সৃষ্টিসহ আইইবির যে দাবিগুলো সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে দেশ ও মানুষেরই কল্যাণ হবে বলে মন্তব্য করেন আইইবির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু।

সভায় আইইবির ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, খন্দকার মঞ্জুর মোর্শেদ, মো. নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক মো. আবুল কালাম হাজারী, প্রতীক কুমার ঘোষ, শেখ তাজুল ইসলাম তুহিন, অমিত কুমার চক্রবর্তী, মেছবাহুজামান চন্দন, আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সম্পাদক খায়রুল বাসার, ভাইস প্রেসিডেন্ট মো. হাবিব আহমেদ হালিম মুরাদসহ আইইবির বিভিন্ন সেন্টার, সাব-সেন্টারের নেতারা উপস্থিত ছিলেন।

এমএমএ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।