বিশুদ্ধ পানি নিয়ে মালদ্বীপের পথে সমুদ্রজয়


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৪

মালদ্বীপে জাতীয় বিপর্যয়ে পানি সংকটের ঘোষণার প্রেক্ষিতে এক লাখ লিটার (১০০ টন) বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ভ্রাম্যমাণ পাঁচটি ডিস্যালাইনেশন প্লান্ট নিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে জরুরিভিত্তিতে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্রজয়’।

রোববার জাহজটি মালদ্বীপের উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। এসময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ আখতার হাবীব, এনডিসি, এনসিসি, পিএসসি এবং কমডোর কমান্ডিং বিএন ফ্লোটিলা কমডোর এম খালিদ ইকবাল, (এনডি), এনডিসি, পিএসসি ও নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা জাহাজটিকে বিদায় জানান।

জাহাজটি ১১ ডিসেম্বর মালদ্বীপ পৌঁছাবে এবং রাজধানী মালেতে অবস্থান করে বিশুদ্ধ পানি বিতরণ করবে। চট্টগ্রাম ত্যাগের আগে জাহাজটি ১ লাখ লিটার বোতলজাত পানি সংগ্রহ করে। সংগৃহীত বোতলজাত পানি ছাড়াও ৫টি ডিস্যালাইনেশন প্লান্ট এর মাধ্যমে প্রতিদিন ৩০ হাজার লিটার পানি বিশুদ্ধ করে সরবরাহ করা হবে।

এছাড়া জাহাজটির নিজস্ব পানি বিশুদ্ধকরণ প্লান্টের মাধ্যমে প্রতিদিন প্রায় ১০ হাজার লিটার পানি পরিশোধন করে মালদ্বীপের জনগণের মাঝে বিতরণ করা সম্ভব হবে।

বাংলাদেশ সরকারের পক্ষে নৌবাহিনীর জাহাজ সমুদ্রজয়ের মাধ্যমে জরুরী বিশুদ্ধ পানি সরবরাহের এ উদ্যোগ ও প্রচেষ্টা মালদ্বীপের জনগণের এই সংকট মোকাবেলায় কার্যকরী ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর মালদ্বীপের রাজধানী মালে এর ওয়াটার ও সুয়ারেজ কোম্পানির (এমডব্লিউএসসি) জেনারেটরে আগুন লাগলে শোধনাগার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে রাজধানী মালেতে প্রায় লক্ষাধিক মানুষ চরম পানি সংকটে পড়ে। এপ্রেক্ষিতে দেশটির সরকার গত ৫ ডিসেম্বর জাতীয় বিপর্যয় ঘোষণা করে এবং সংকট নিরসনে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করে। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।