ওমানকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ


প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৪

জুনিয়র এএইচএফ কাপ হকিতে ওমানকে হারিয়ে প্রথম হয়েছে বাংলাদেশ। ওমানকে ৪-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-২১ দল। রাউন্ড রবিন লিগের আগের ম্যাচে ওমানকে হারিয়েই ২০১৫ সালের জুনিয়র এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ।

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশের পক্ষে খোরশেদ দু`টি এবং আশরাফুল ও সারোয়ার একটি করে গোল করেন। ১৭তম মিনিটে মিলন হোসেনের পুশ সারোয়ারের স্টপ থেকে গোলটি করেন খোরশেদুর রহমান। ২৩তম মিনিটে পাওয়া পেনাল্টি কর্নারে মিলনের পুশ সারোয়ারের স্টপ থেকে হিট করে গোল করেন আশরাফুল ইসলাম।

অন্যদিকে প্রথমার্ধে দুটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি ওমান। প্রথমার্ধের শেষ দিকে আনোয়ার সাদের হিট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন অসিম গোপ। ৩৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরো বাড়িয়ে নেয় স্বাগতিকরা। মিলন-সারোয়ার-খোরশেদের সমন্বয় থেকে স্কোরলাইন ৩-০ করেন খোরশেদ। ৫০তম মিনিটে অধিনায়ক সারোয়ারের ফিল্ড গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।