কর্ণফুলীর চরে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। ওই নারীর আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।
মঙ্গলবার (২ মে) দুপুর ২টার দিকে কর্ণফুলী নদীর বোয়ালখালী থানার চরখিজিরপুর এলাকার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে চরখিজিরপুর এলাকায় কর্ণফুলী নদীর চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। পরনে সাদা কাপড়। গায়ের রং ফর্সা।
ইকবাল হোসেন/এএএইচ