ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০১ মে ২০২৩

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন।

সোমবার (১ মে) বেলা ১১টায় ঢাকা মহানগরের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘণ্টা কর্মদিবস, কাজ ও অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিতকরণ, ধর্মঘটের গণতান্ত্রিক অধিকার হরণকারী বিল প্রত্যাহার, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ, সব শ্রমিকের জন্য রেশনিং-এর ব্যবস্থা।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি মানস নন্দী, বাসদ (মার্কসবাদী) ঢাকা মহানগরের সমন্বয়ক ডা. জয়দীপ ভট্টাচার্য, দর্জি শ্রমিকনেতা আক্কাস আকন্দ, ভজন বিশ্বাস প্রমুখ।

জেএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।