কাউন্সিলরের কাণ্ড
পাহাড় কেটে খামার, ভেঙে দিলেন ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকায় পাহাড় কেটে কাউন্সিলর জসিমের নির্মিত স্থাপনা ভেঙে দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্মাণকাজ বন্ধ করার পাশাপাশি পাহাড় কাটায় নিয়মিত মামলার করার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন তিনি।
জানা গেছে, আকবর শাহ এলাকার উত্তর পাহাড়তলী মৌজার ১৭৮ নম্বর দাগে এশিয়ান ইউনিভার্সিটির পেছনে পাহাড়ের খাড়া ঢালু অংশের পাহাড় কেটে ঝুকিপূর্ণ অবস্থায় খামার নির্মাণ করছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম। খবর পেয়ে অভিযান চালিয়ে স্থাপনার কিছু অংশ ভেঙে ফেলার পাশাপাশি নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার উমর ফারুক।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জাগো নিউজকে বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে এরইমধ্যে আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। অনেককেই জেল-জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মহামান্য হাইকোর্টের নির্দেশনাও রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের অভিযান চালানো হয়েছে। অভিযানে নির্মাণাধীন স্থাপনার কিছু অংশ ভেঙে দেওয়ার পাশাপাশি নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, পাহাড় কেটে খামারের স্থাপনা নির্মাণ করছিলেন কাউন্সিলর জহুরুল আলম জসিম। পাশাপাশি জায়গার মালিকসহ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।
ইকবাল হোসেন/এএএইচ/জিকেএস