খিলগাঁয়ে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ০৭ ডিসেম্বর ২০১৪

রাজধানীর খিলগাঁয়ে এক দোকান কর্মচারীকে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে খিলগাঁয়ের গোরহানের তৃপ্তি হোটেলের কাছে এ ঘটনা ঘটে।
 
ছিনতাইয়ের শিকার গোরহানের একতা বাজারের কর্মচারী আবু সালাম(২৮) জানান, তিনি এক সহকর্মীকে নিয়ে রিকশা করে বাজার থেকে কাছের ঢাকা ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে তৃপ্তি হোটেলের সামনে একটি প্রাইভেট গাড়ির ভেতর থেকে তাকে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় কয়েক যুবক। ব্যাগে ২০ লাখ টাকা ছিল বলে তিনি জানান।
 
গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় সিগমা হাসপাতালে ভর্তি করে তার ওই সহকর্মী। পরে অবস্থার অবনতি হলে আবু সালামকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
 
খিলগাঁ থানার উপ-পরিদর্শক ইফতেখার হোসেনকে এ ঘটনা নিশ্চিত করে জানান, এখন এ ঘটনায় কোন মামলা হয়নি। আমরা খোঁজখবর নিচ্ছি। মামলা হলে আইন অনুসারে ব্যবস্থা নিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।