পূর্ণ বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাচ্ছে না বাংলাদেশ থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২২ এএম, ২০ এপ্রিল ২০২৩

পূর্ণ বলয়গ্রাস সূর্যগ্রহণ হচ্ছে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল)। তবে এটি বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা থেকে জানানো হয়েছে, বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। এটি এন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ ভারত মহাসাগর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সূর্যগ্রহণটি দেখা যাবে।

গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৭টা ৩৪ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় সকাল ৮টা ৩৭ মিনিট ৬ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হয় ১০টা ১৬ মিনিট ৪৮ সেকেন্ড।

কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ১১টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে ১২টা ৫৯ মিনিট ১২ সেকেন্ডে।

কখনো কখনো ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে। সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ যখন থাকে তখনই সূর্যগ্রহণ হয়। এখানে চাঁদের ছায়া পৃথিবীর যে যে স্থানে পড়ে, সেই স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যায়।

আরএমএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।