বায়ুদূষণবিরোধী অভিযানে ঢাকায় সাত যানবাহনকে জরিমানা
বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত মাসব্যাপী বিশেষ অভিযানে আজ ঢাকায় সাত যানবাহনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব যানবাহনকে জরিমানা করা হয়। ঢাকার খিলক্ষেত এলাকায় কালো ধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণের দায়ে সাত যানবাহনকে মোট ২২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
ঢাকার আশপাশে বায়ুদূষণ বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
আইএইচআর/কেএসআর/এমএস