রাজধানীর মতিঝিল থেকে একজনের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

রাজধানীর মতিঝিল থানাধীন আইডিয়াল স্কুলের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, ‘খবর পেয়ে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের রোডে, ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।’

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি আরো জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, ভবঘুরে ওই ব্যক্তির অসুস্থতাজনিত কারণে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

কাজী আল আমিন/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।