বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৭ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার বেড়েছে। বর্তমানে প্রতি হাজারে এক মাস বয়সী শিশুর মৃত্যুর সংখ্যা ১৬ জন। ২০২০ সালে যা ১৫ জনে ছিল। এছাড়া প্রতি লাখে মাতৃমৃত্যু অনুপাত ১৬৮ জন, ২০২০ সালে যা ছিল ১৬৩ জন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২১’ জরিপে উঠে এসেছে এ তথ্য।

জরিপে দেখা গেছে, শহরে প্রতি লাখে মাতৃ মৃত্যু ১৪০ এবং পল্লীতে ১৭৬ জন।

আরও পড়ুন: বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে ৬ মাস

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএসের সদরদপ্তরে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (ডিজি) মো. মতিয়ার রহমান। জরিপের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।

আরও পড়ুন: মানুষের দেহের গড় স্বাভাবিক তাপমাত্রা কমে যাচ্ছে

মন্ত্রী বলেন, সরকার যে জনকল্যাণে কাজ করছে তা এই দুই সূচক দেখে সহজেই অনুমান করা যায়। কোভিড-১৯ বিপর্যয়ের মাঝেও এই দুই সূচকের উন্নয়ন যে কোনো দেশের জন্য চ্যালেঞ্জিং, যা কিনা এই সরকার করে দেখিয়েছে।

বিবিএস ডিজি মো. মতিয়ার রহমান বলেন, আজকে প্রকাশিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন থেকে এসডিজির ২৬ সূচকের তথ্য পাওয়া যায়। ২০২১ সালের বেশ কিছু সূচকে উন্নয়ন হলেও, কিছু সূচকে অবনমন হয়েছে মূলত করোনার কারণে।

তিনি বলেন, প্রচুর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিবিএস প্রতিনিয়তই উন্নতি করছে। তথ্যের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। তথ্য সংগ্রহ পদ্ধতি এবং পরিবীক্ষণে এসেছে নতুনত্ব।

এমওএস/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।