নিউ সুপার মার্কেটে আগুন
জমি বিক্রির টাকায় নেওয়া দোকান পুড়ে ছাই
জমি বিক্রি করে ১১ লাখ টাকা দিয়ে চার মাস আগে দোকান নেন মো. সজীব। ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলার ২৩০ নম্বর দোকান ছিল তার। গতকাল থেকে পুড়ে যাওয়া মার্কেট দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন।
রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুড়ে যাওয়া মার্কেটের সামনে জাগো নিউজের সঙ্গে কথা বলেন তিনি।
মো. সজীব বলেন, ‘কেরানীগঞ্জে বাবার জায়গা বিক্রি করে দোকান নিয়েছি। দোকানে মাল ওঠাতে পারি না। এদিক সেদিক থেকে টাকা এনে ঈদের আগে মাল উঠাইছি। সামনে ঈদ, চিন্তা করছি বেচাকেনা করে মানুষজনকে টাকাগুলো দিয়ে দেবো।’
সজীব বলেন, ‘শুক্রবার রাতে দোকানদারি করে গেছি। এর আগে বেচাকেনা ছিল না। শুক্রবারেই কেবল বেচাকেনাটা শুরু হইছে। শুক্রবার থেকে এই ১০ দিন বেচাকেনা হবে। শুক্রবারে বেচাকেনা সাইরা রাত ৪টায় বাসায় গেছি। সকালে ফোন দিছে যে তোগো মার্কেট পুইড়া গেছে।’
তিনি বলেন, ‘আইসা দেখি আগুন জ্বলতেছে। আইসা ধরাইছি আগুনের তাপে দাঁড়াইতে পারি না। তারপরও কষ্ট কইরা ঢুকছি জীবনের ঝুঁকি নিয়া। ঢুইকা দেখি উপর থেকে গরম পানি আর কাঁচের টুকরা পড়তেছে। পরে আর সামনে যাইতে পারি নাই।’
সজীব বলেন, ‘টাকা-পয়সা আইনা মালগুলো ঢুকাইছিলাম। সেই টাকার কিছুই দিতে পারুম না। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।’
আজও মার্কেটের সামনে আসার বিষয়ে তিনি বলেন, ‘সারা রাইতে ঘুমাইতে পারি নাই। বাসা থেকেও আসতে দিতেছে না। তাই জোর করেই এখানে আসছি কিছু একটা করে কি না। আমরা দেখেছি বঙ্গবাজারে দোকানদারদের অনেক সহযোগিতা করা হয়েছে। আমাদেরও যদি একটু সহযোগিতা করা হয় আর সবকিছু পরিষ্কার করে দোকান নিয়ে বসতে দেয় তাহলে আমরাও ঘুরে দাঁড়াতে পারবো।’
আরএসএম/এমএইচআর/জেআইএম