নিউ সুপার মার্কেটে আগুন: ফায়ার সার্ভিসের ১৪ সদস্যসহ আহত ১৯
রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, আনসার, বিমান বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবকসহ মোট ১৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সবাইকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৫ এপ্রিল) এই তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান সিকদার। পাশাপাশি ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢামেকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: কাল ছিলাম কোটিপতি, আজ সব শেষ
মো. শাহজাহান সিকদার বলেন, অগ্নি দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের একজন অফিসার, ১৩ জন ফায়ারফাইটার, দুইজন ভলান্টিয়ার, দুইজন আনসার সদস্য এবং বিমান বাহিনীর একজন সার্জেন্টসহ মোট ১৯ জন আহত হয়েছেন।
তিনি বলেন, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা এসব হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ন: ঈদের আগে ফের মার্কেটে আগুন কেন
এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
আরএসএম/কেএসআর/এএসএম