‘সব পুড়ে শেষ, আমার কিছুই রইল না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৫ এপ্রিল ২০২৩

রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুনে বহু ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এই আগুন অনেক ব্যবসায়ীকে পথেও বসাবে। মার্কেটটির ৩২৫ নম্বর দোকানের মালিক মো. মঈনুল হোসেন। চোখের সামনে নিজের দোকানসহ পুরো মার্কেট পুড়তে দেখেছেন। আগুনে সব হারানো এই ব্যবসায়ী মার্কেটের সামনে হাঁটু পানিতে দাঁড়িয়ে বিলাপ করছিলেন। কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, ‘আমার কিছুই রইল না। সব আগুনে পুড়ে শেষ। সব শেষ হয়ে গেল।’

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় নিউ সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ব্যবসায়ী মঈনুল হোসেন।

তিনি জাগো নিউজকে বলেন, দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। আমার বাসা মিরপুর। আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি পুরো মার্কেটে ধোঁয়া আর ধোঁয়া। আমার সব শেষরে ভাই। সব আগুনে পুড়ে যাচ্ছে।

নিউ সুপার মার্কেটের জাক্কাস ফ্যাশনের মালিক মঈনুল বলেন, আমার মূলত পাঞ্জাবির দোকান। ঈদ ঘিরে অনেক টাকার পাঞ্জাবি তুলেছিলাম। কিছু বিক্রি করেছি। সব মিলিয়ে ৩০ লাখ টাকার মালামাল হবে। সবইতো আগুনে পুড়ে গেল।

মার্কেটটির তিন তলায় আগুনে পুড়েছে বেশকিছু দোকান। আগুন ছড়িয়েছে দোতলায়ও। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল। ঘটনাস্থলে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন স্বেচ্ছাসেবীরাও।

আরএসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।