নিউমার্কেটে আগুন

তীব্র যানজট, গাড়ি চলছে কাঁটাবন-পলাশী রুটে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২২ এএম, ১৫ এপ্রিল ২০২৩

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ এপ্রিল) ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এ ঘটনার পর থেকে বন্ধ হয়ে গেছে আজিমপুর-নিউমার্কেট রুটের গাড়ি চলাচল। তীব্র যানজট দেখা দিয়েছে। যদিও বিকল্প হিসেবে আজিমপুর রুটের বাস, মিনিবাস, লেগুনা, রিকসা চলাচল করছে কাঁটাবন-পলাশী রুটে।

বিকল্প রুট ব্যবহার করার পরও তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারীরা।

আরও পড়ুন>ঢাকা নিউমার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট 

রফিক আহমেদ ভুইয়া মহাখালী একটি রিক্রুট এজেন্সিতে চাকরি করেন। তিনি জাগোনিউজকে বলেন, অফিস সময় শুরু হয়ে এলো তবে এখনও পৌঁছাতে পারলাম না। আগুন লাগার কারণে উৎসুক মানুষের ভিড়ে যানজট তৈরি হচ্ছে।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, অফিস টাইম হওয়ায় গাড়ির চাপ বেড়েছে। এতে বেগ পোহাতে হচ্ছে রাস্তা ফাঁকা করতে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সহজে যাতে গাড়ি চলাচল করতে পারে।’

আরও পড়ুন>‘ঈদের আগে ফের মার্কেটে আগুন 

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গত ৪ এপ্রিল সকালে রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটগুলোতেও। আগুনে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয় কোটি কোটি টাকার। পথে বসেন হাজারো ব্যবসায়ী।

ইএআর/এসএনআর/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।