পূর্বাচলে ১৪৪০ প্লট লটারিতে দেবে রাজউক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৩
ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পের মূল অধিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্ত ক্যাটাগরিতে বরাদ্দপ্রাপ্ত এক হাজার ৪৪০ জন বরাদ্দ গ্রহীতার অনুকূলে ডিজিটাল লটারির মাধ্যমে
প্লটের আইডি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আগামী ১৭ এপ্রিল বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিজিটাল এ লটারি হবে। লটারির সময় প্লটের গ্রহীতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমএমএ/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।