বিজিবিতে আজান প্রতিযোগিতায় প্রথম মোকতার, কেরাতে বেলাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৪ এপ্রিল ২০২৩

প্রতি বছরের ন্যায় এবারও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) আজান ও কেরাত প্রতিযোগিতা হয়েছে। এবার আজান প্রতিযোগিতায় কুষ্টিয়া সেক্টর সদরদপ্তরের ল্যান্স নায়েক সিটি মো. মোকতার হোসেন প্রথম স্থান অর্জন করেছেন। আর কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন গুইমারা সেক্টর সদরদপ্তরের ল্যান্স নায়েক মো. বেলাল আহমেদ।

আজান ও কেরাত উভয় বিষয়ে দলীয়ভাবে মোট পয়েন্ট প্রাপ্তির ভিত্তিতে গুইমারা সেক্টর চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া সেক্টর রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। শুক্রবার (১৪ এপ্রিল) এই তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আজান প্রতিযোগিতায় সেক্টর সদরদপ্তর গুইমারার মেডিকেল সহকারী সিপাহী তানজিমুল ইসলাম দ্বিতীয় স্থান এবং সেক্টর সদরদপ্তর ঠাকুরগাঁওয়ের সিপাহী মো. রাকিবুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন।

আরও পড়ুন: আজানে প্রথম কনস্টেবল ইসমাইল, কেরাতে এবিপিএনের মুসা

কেরাত প্রতিযোগিতায় হেডকোয়ার্টার ব্যাটালিয়ন ঢাকার মুয়াজ্জিন মো. আল আমিন দ্বিতীয় স্থান এবং সেক্টর সদরদপ্তর সিলেটের সিপাহী মো. আজিজুর রহমান তৃতীয় স্থান অধিকার করেন।

১২ এপ্রিল পিলখানাস্থ বিজিবি সদরদপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয়। প্রতিযোগিতা শেষে শুক্রবার পিলখানাস্থ কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র এবং ট্রফি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিজিবির সব পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক সদস্যরা।

পুরস্কার বিতরণ শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান উপস্থিত সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বাহিনীর সদস্যদের ব্যক্তিগত জীবনে শুদ্ধ উচ্চারণে পবিত্র কোরআন তেলাওয়াত ও ধর্ম চর্চার আহ্বান জানান তিনি।

এছাড়া ধর্মীয় অনুশাসন মানে- ধর্মীয় গোঁড়ামি নয়, সেদিকে সজাগ দৃষ্টি রেখে সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলারও আহ্বান জানান বিজিবি মহাপরিচালক।

আরএসএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।