ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতিকালে খুন, রাজধানী থেকে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৩ এপ্রিল ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা এলাকায় ডাকাতিকালে খুনের ঘটনায় মো. সোহেল মিয়া (৩২) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা এলাকায় ডাকাতিকালে মো. পারভেজ মিয়া (২২) নামে একজনকে দেশীয় অস্ত্র দিয়ে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-২ এর একটি দল রাজধানীর খিলক্ষেত থানার বটতলা এলাকা থেকে ওই মামলার এজাহারভুক্ত আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করে।

তিনি বলেন, সোহেল ও ডাকাতদলের অন্য সদস্যরা সরাইল থানা এলাকায় ডাকাতিকালে স্থানীয়দের বাধার মুখে পড়েন। সেসময় পারভেজকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে সোহেল নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরএসএম/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।