ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছেন মোদি


প্রকাশিত: ০৩:৩০ এএম, ০৭ ডিসেম্বর ২০১৪

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্রে এ আভাস পাওয়া গেছে। তবে দিন-তারিখ এখনও ঠিক হয়নি।

সূত্র জানায়, আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সফর শেষ হলে নরেন্দ্র মোদির ঢাকা সফরের তারিখ চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে বাংলাদেশ ও ভারতের কূটনেতিক পর্যায়ে এ ব্যাপারে একটি আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদি ফেব্রুয়ারির ১০ থেকে ২০ তারিখের মধ্যে যে কোনো দিন ঢাকা সফরে আসতে পারেন।

তার সফরের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঢাকা সফরের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির সঙ্গেই ঢাকা আসবেন বলে সূত্র জানায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।