অগ্নিনির্বাপক না থাকায় একাধিক প্রতিষ্ঠানকে পুলিশের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১১ এপ্রিল ২০২৩

অগ্নিনির্বাপক না থাকায় রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

উষ্ণ আবহাওয়ায় অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর ভাটারার নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরী। এসময় ডিএমপির গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>>> যেখানে পাবেন আগুন নেভানোর যন্ত্র

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডিএমপির ভ্রাম্যমাণ আদালত নতুন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকান পরিদর্শন করে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।