বঙ্গবাজারে বুধবার থেকে চৌকি দিয়ে দোকান বসানো হবে: মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১০ এপ্রিল ২০২৩

বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটের ধ্বংসস্তূপ সরানো শেষে আগামী বুধবার থেকে দোকান বসানো হবে বলে জানিয়েছে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি।

সোমবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় সাংবাদিকদের এ তথ্য জানান সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার থেকে পুড়ে যাওয়া মালামাল সরানো এবং পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। আজকে পুরো বঙ্গবাজারে পরিচ্ছন্নতার কাজ চলছে। আগামীকালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। বুধবার দুপুর ১২টায় আমরা ব্যবসায়ীদের দোকান নিয়ে বসাবো। সবাই সাড়ে তিন ফুট ও পাঁচ ফুট পরিমাণ একটা করে দোকান পাবে। নির্দিষ্ট আয়তনের চৌকি তৈরির কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, যাদের দুটি কিংবা পাঁচটি দোকান ছিল তারাও একটি করে দোকান পাবে। অস্থায়ীভাবে বসানো দোকান উদ্বোধনের জন্য মেয়র মহোদয়কে আমরা অনুরোধ করেছি। তার মাধ্যমেই আমরা এখানে বুধবার দোকান বসাবো।

ব্যবসায়ীদের তালিকার বিষয়ে এসময় তিনি বলেন, আমরা সিটি করপোরেশনকে ২ হাজার ৯৬১ জনের একটি তালিকা দিয়েছি। আজকের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা দিতে বলেছেন মেয়র মহোদয়। আশা করি আজকের মধ্যে এই পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়ে যাবে।

আরএসএম/এমএইচআর/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।