রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

রাজধানীর শ্যামপুর এলাকার একটি বাসা থেকে মো. নেকবর আলী (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেকবর নরসিংদীর রায়পুরা থানার বড়তলী খামারপাড়া গ্রামের মো. শওকত আলী ছেলে। বর্তমানে শ্যামপুর আইজিগেট এলাকার ৩২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নেকবরের বাবা মো. শওকত আলী জাগো নিউজকে বলেন, আমি পেশায় একজন অটোরিকশাচালক। ছেলে আমার কাছে কিছু টাকা চাইলে আমি ওকে বলি এখন টাকা কোথায় পাবো। এ কথা শুনে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।