বঙ্গবাজারের পাশেই অস্থায়ী বুথ, নেওয়া হচ্ছে ব্যবসায়ীদের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৩
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় যেতে হচ্ছে না। তাদের সুবিধার্থে ঘটনাস্থলের কাছেই অস্থায়ী বুথ বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এনেক্সকো ভবনের পাশেই এ বুথ বসানো হয়।
শাহাবাগ ও রমনা থানার সহকারী পুলিশ কমিশনার বায়জীদ জাগো নিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট করে অভিযোগ জানাতে থানায় গিয়ে অপেক্ষা করতে হবে না। তাদের জন্য আমরা এখানে অস্থায়ী বুথ বসিয়েছি। ব্যবসায়ীরা এখানে তাদের ক্ষয়ক্ষতি বিষয় লিখিতভাবে দিতে পারবেন।
অভিযোগ করতে বুথে আসা সাজেদুল নামে একজন ব্যবসায়ী বলেন, ‘বঙ্গ ইসলামীয়া মার্কেটে আমার দোকান ছিল। পুড়ে সব শেষ। এ বিষয়ে লিখিত বক্তব্য দিতে এসেছি। অভিযোগ জানাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, দোকানভাড়ার চুক্তিপত্রের ফটোকপিসহ কিছু নথিপত্র লাগছে।’
এসএম/এএএইচ/জেআইএম