খুলে দেওয়া হয়েছে বঙ্গবাজারের দুপাশের সড়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

মঙ্গলবার সকালে আগুন লাগার পর থেকে চানখারপুল থেকে গুলিস্তান পর্যন্ত বঙ্গবাজারের দুপাশের সড়ক বন্ধ রাখা হয়েছিল। দুদিন পর আজ সকাল থেকে চানখারপুল থেকে গুলিস্তান পর্যন্ত বঙ্গবাজারের দুপাশের সড়কের একটি করে লেন খুলে দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা ভবন থেকে বঙ্গবাজার-গুলিস্তান পর্যন্ত সড়কটিও খুলে দেওয়া হয়েছে। এতে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে সড়ক দুটিতে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেটে সকাল থেকেই ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে ব্যবসায়ীদের জরুরি প্রয়োজন ছাড়া অন্য কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না তারা। সড়ক খোলা রেখে এই ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ। ফলে বঙ্গবাজারের দুপাশের সড়কেই যান চলাচল করছে সকাল থেকে।

খুলে দেওয়া হয়েছে বঙ্গবাজারের দুপাশের সড়ক

চানখারপুল হয়ে গুলিস্তানগামী রিকশা, লেগুনা, বাসসহ সব ধরনের যানবাহনই চলাচল করছে। শিক্ষা ভবন হয়ে আসা বঙ্গবাজার, পুলিশ হেডকোয়ার্টার্স ও গুলিস্তানগামী যানবাহনগুলো চলছে একটি লেনে। এতে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

লেগুনাচালক মানিক বলেন, আগুন লাগার পর থেকে এই সড়ক বন্ধ করে দেয়। তাই গুলিস্তান পর্যন্ত যেতে পারিনি গত দুই দিন। আমাদেরও কিছু ক্ষতি হয়েছে। কিছু করার-তো নেই। আজ সকালে সড়কটি খুলে দিয়েছে। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।

আরএসএম/এমএইচআর/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।