মার্চে সড়কে ঝরেছে ৫৬৪ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন
মার্চ মাসে সারা দেশে ৪৮৬ সড়ক দুর্ঘটনায় ৫৬৪ জন নিহত ও এক হাজার ৯৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৮ জন নারী ও ৭৩ শিশু রয়েছে।
বুধবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার এই পরিসংখ্যান তুলে ধরে রোড সেফটি ফাউন্ডেশন।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
সংগঠনটি আরও জানায়, মার্চ মাসে ৬টি নৌ-দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৯টি রেলপথ দুর্ঘটনায় ১৬ জন নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চে ঘটা দুর্ঘটনার মধ্যে ৮৫টি (১৭ দশমিক ৪৮ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ২৪২টি (৪৯ দশমিক ৭৯ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৪টি (২১ দশমিক ৩৯ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়ার কারণে ঘটে। এছাড়া ৩৯টি (৮ দশমিক শূন্য ২ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৬টি (৩ দশমিক ২৯ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।
এফএইচ/কেএসআর/জিকেএস