আগুন নেভাতে ঢাবির পুকুর থেকে নেওয়া হচ্ছে পানি
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৩
রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলসংলগ্ন পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পরপরই কাছাকাছি এ উৎসের পানি ব্যবহার করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকাল ৯ টার পর থেকেই পাইপ সংযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের লোকজন গেলে তাদের গেট খুলে দেওয়া হয়। বেশ কয়েকটি পাইপ সংযুক্ত করা হয়েছে পানি নেওয়ার জন্য।
আরও পড়ুন>বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা মনিটর করছেন প্রধানমন্ত্রী
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ফজলুল হক হল ছাড়াও সরকারি কর্মচারী হাসপাতাল ও পুলিশ প্লাজার পানির লাইন থেকেই পানি নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের
অন্তত ৫০টি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন>ব্যবসায়ীদের ঈদের স্বপ্ন পুড়ে ছাই
আগুন লাগার কারণে ঈদের আগে বড় ধরনের লোকসানের সম্মুখীন রাজধানীর বড় এই মার্কেটের ব্যবসায়ীরা। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস, নৌ ও সেনাবাহিনীর সদস্যরা।
এফএইচ/এসএনআর/জিকেএস