চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার আসামি রাব্বি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৩ এপ্রিল ২০২৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার আসামি মো. রাব্বিকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৩ এপ্রিল) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।

গ্রেফতার রাব্বিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।