হতাশাগ্রস্ত রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকার কামরাঙ্গীরচরের পশ্চিম বড় গ্রাম এলাকার একটি বাসা থেকে মো. জামাল হোসেন (৪৭) নামের এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম জানান, খবর পেয়ে কামরাঙ্গীরচরের পশ্চিম বড়গ্রামের একটি বাসার তৃতীয় তলা থেকে ওই রিকশাচালকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই মো. শফিউল বলেন, আমরা জানতে পেরেছি রিকশাচালক জামাল দীর্ঘদিন হতাশাগ্রস্ত ছিলেন।হতাশাগ্রস্ত থাকায় তার রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জামাল হোসেনের ছেলে রবিন জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর জেলার মুন্সিরহাট গ্রামে। তারা কামরাঙ্গীরচরের পশ্চিম বড়গ্রাম এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
কাজী আল আমিন/এমআইএইচএস/জিকেএস