সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল কিরাত ও আজান প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৫ মার্চ ২০২৩

ঢাকা সেনানিবাসে সদরদপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল কিরাত ও আজান প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ মার্চ) ঢাকা সেনানিবাসের সিগনাল মসজিদে এ অনুষ্ঠান হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Sena2.jpg

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন ও কুমিল্লা অঞ্চল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। কিরাতে ঘাটাইল অঞ্চলের করপোরাল সাব্বির আহমেদ ও আযানে চট্টগ্রাম অঞ্চলের সৈনিক হুসাইন শেখ প্রথম স্থান অর্জন করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশ নেয়।

এ প্রতিযোগিতা গত ১৯ মার্চ থেকে শুরু হয়।

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।