স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন ফিরদৌসী কাদরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৪ মার্চ ২০২৩

গবেষণা এবং প্রশিক্ষণে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক-২০২৩ পেয়েছেন আইসিডিডিআর,বি’র সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরী।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নয়জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান দেশের জন্য অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বাধীনতা পদক গ্রহণ করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ড. কাদরীকে এবছরের স্বাধীনতা পদকপ্রাপ্তদের মধ্যে থেকে ভাষণ প্রদানের সুযোগ দিয়ে সম্মানিত করা হয়।

এসময় ড. কাদরী বলেন, আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের দুটি বিশেষ কারণে, এক- বাংলাদেশ সরকার আমাকে দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কারের জন্য মনোনীত করেছে, দুই- এ পুরস্কার প্রদান করেছেন আমাদের প্রধানমন্ত্রী নিজেই, যিনি ২০১৯ সালে দি ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি কর্তৃক ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড প্রাপ্ত। যে অ্যাওয়ার্ডটি টিকাদানের মাধ্যমে লাখ লাখ শিশুর জীবন বাঁচানোর বৈশ্বিক প্রয়াসে যারা গুরুত্বপূর্ণ ও দৃষ্টান্তমূলক অবদান রেখেছেন তাদের প্রদান করা হয়।

আরও পড়ুন>> স্বাধীনতা পদক গ্রহণ ফায়ার সার্ভিসের

ড. কাদরী তার দীর্ঘ চার দশকের পথচলায় পাশে থাকা, দেশ-বিদেশের অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্খী, পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থা, আইসিডিডিআর,বি এবং এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া মানুষের জন্য কাজ করা আমার একার পক্ষে সম্ভব হতো না। আমার সব অর্জনের সমান অংশীদার আপনারাও।

তিনি বলেন, প্রতিটি পুরস্কারই আমাকে নতুন কিছু নিয়ে কাজ করতে উদ্দীপ্ত করে। তবে আজ যে সম্মানে আপনারা আমাকে সম্মানিত করলেন তা নিশ্চিতভাবে দেশ ও মানুষের জন্য ভবিষ্যতে আরও কাজ করার পেছনে অনুপ্রেরণা হিসবে কাজ করবে।

এএএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।